রবিবার, ১৩ সেপ্টেম্বর, ২০১৫

ইন্টারনেট ব্যবহার করুন আপনের ফোন থেকে আর MB কাটবে আপনের আশেপাশের বন্ধুর ফোন থেকে (মেগা টিউন)


 এবার আপনের ফোনে কোনো MB না থাকলেও আপনের পাশের বন্ধুর MB হ্যাক করে চালাতে পারবেন ইন্টারনেট। এটা এক্কেবারে ইজি। যে কেও পারবেন। আমরা সাধারণত ওয়াইফাই হটস্পট দিয়ে ইন্টারনেট শেয়ার করে এক ফোন থেকে অনেক ফোনে ইউজ করতে পারি। যারা এটা পারেন না তারা শিখে নিতে পারবেন এই টিউন থেকে। আজ দেখাবো এর খারাপ দিকটা। এবার আপনিই হয়ে যাবেন ইন্টারনেট হ্যাকার। তবে জানার জন্য শিখে রাখুন, অপরাধ করার জন্য নয়। মূলতঃ যাতে কেউ আপনের ফোন হ্যাক করে ইন্টারনেট চালাতে না পারে সেটা শিখে রাখুন।

আপনের বন্ধুর ফোনের MB হ্যাক করতে চাইলে প্রথমে তার ফোনটি চেয়ে নিন কিংবা না বলেই নিন।
এবার নিচের স্ক্রিনশর্ট গুলো দেখে দেখে কাজ করুনঃ প্রথমে সিস্টেম সেটিংস এ প্রবেশ করুন..
এবার more এ click করুন
এরপর tethering and portable hotspot এ ক্লিক করুন
এরপর WiFi hotspot on করুন
এরপর WiFi hotspot এর উপর ক্লিক করে হটস্পটের সেটিংস এ প্রবেশ করুন
তারপর নিচের চিত্রে দেখানো set up wlan hotspot এ ক্লিক করুন 
এরপর নিচের চিত্রের মত সেটিং করে সেভ করুন
এবার WPS connect এ ক্লিক করে push button সিলেক্ট করে সেভ করুন,
ব্যাস আপনের কাজ শেষ। এবার সুধু আপনের বন্ধুর ফোনের নেট কানেক্ট অন করে দিন।
এবার আপনের ফোনটি মানে যেটিতে ইন্টারনেট ইউজ করবেন সেটি হাতে নিন।
আবার নিচের প্রক্রিয়াগুলো ফলো করুন, প্রথমে আপনের ফোনের সেটিংস এ যান >WLAN অন করুন>এরপর WLAN লেখার উপর ক্লিক করে তার সেটিংস এ প্রবেশ করুন>তারপর নিচের চিত্রের মত WPS available লেখা দেখতে পাবেন
WPS Available এ ক্লিক করুন>কানেক্ট টু নেটওয়ার্ক এ ক্লিক করুন।
এখন কানেক্টড লেখা দেখতে পাবেন, তারমানে কাজ হয়ে গেছে।
এবার ধুমছে ব্রাউজ করা শুরু করুন। এখন আপনি ইন্টারনেট ইউজ করছেন আর আপনের বন্ধুর ফোন থেকে MB কাটছে।
কোন প্রবলেম হলে ফেসবুকে আমাকে  নক করুন ♥♥♥

কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks