সোমবার, ১৪ সেপ্টেম্বর, ২০১৫

Android দিয়ে সহজে FB ID এর নাম Single করুন



আমরা অনেকেই চাই আমাদের ফেসবুকে আইডির নামটি এক শব্দের বা Single করতে চান। আগে অনেক ট্রিক কাজ করলেও এখন সেগুলো কাজ করে না।
আজ অ্যান্ড্রয়েডের এর সাহায্যে কিভাবে কিভাবে সিঙ্গেল নাম দিতে হয়
সেটা দেখাবো।
▥▥▥▥▥▥▥▥▥▥▥
✿ যা যা দরকারঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➽ একটি অ্যান্ড্রয়েড ডিভাইস
➽ যেকোন ইন্টারনেট ব্রাউজার
[আমি Opera Mini ব্যবহার করেছি]
➽ VPN অ্যাপ (One Click VPN)
[আমি One Click VPN ব্যবহার করেছি]
One Click VPN →
▥▥▥▥▥▥▥▥▥▥▥
✿ কাজের ধাপঃ
▥▥▥▥▥▥▥▥▥▥▥
➥ ধাপঃ-(১): প্রথমে Play Store থেকে One Click VPN ডাউনলোড করে Install করে নিন।
[[Hola Free VPN দিয়েও আপনারা এই কাজটি করতে পারবেন]]
➥ ধাপঃ-(২): এবার নেট কানেকশন চালু করে One Click VPN ওপেন করুন এবং কিছুক্ষণ অপেক্ষা করুন।
➥ ধাপঃ-(৩): কিছু সময়ের মধ্যেই অনেকগুলো VPN এর লিষ্ট আসবে, সেখান থেকে Indonesia সিলেক্ট করে নিচের দিকে থাকা Connect এ ক্লিক করুন।
➥ ধাপঃ-(৪): নতুন একটা Window এলে "I trust this application" এ টিকচিহ্ন দিয়ে OK করুন। তাহলে Connected, Enjoy!! দেখতে পাবেন,মানে VPN কানেক্ট হয়ে গিয়েছে।
➥ ধাপঃ-(৫): এবার যে কোন ব্রাউজার দিয়ে ফেসবুকে Login করে
Setting & Privacy>General >Language গিয়ে Bahasa Indonesia সিলেক্ট করুন।
➥ ধাপঃ-(৬): এবার ব্যাক বাটনে টিপে Nama তে ক্লিক করে প্রথম বক্সে আপনার পছন্দের Single বা এক শব্দের নাম লিখে অন্য বক্সগুলোর লেখা রিমুভ (Remove) করে দিন।
➥ ধাপঃ-(৭): এরপর "Tinjau Perubahan" এ ক্লিক করুন। একটি নতুন উইন্ডোজ আসবে,সেখানে  আপনার FB Password দিয়ে
"Simpan Perubahan" এ ক্লিক করুন।
➥ ধাপঃ-(৮): কাজ প্রায় শেষ। এবার আবার Nama>Bhasa থেকে
Language হিসেবে English সিলেক্ট করুন, ব্যস কাজ শেষ।
✿✿ নোটঃ
(1) যদি আগে নাম পরিবর্তন করে থাকেন, তাহলে ৬০দিনের আগে কাজ
করবে না।
(2) আগে ৫ বার নাম পরিবর্তন করে থাকেন, তাহলে কাজ করবে না।
(3) VPN ব্যবহারের জন্য একটু Slow কাজ করতে পারে।
➽ ভালো থাকুন। ধন্যবাদ।
※※※※※※※※※※※※※※

কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks