বুধবার, ২৬ আগস্ট, ২০১৫

নিজের মোবাইল নম্বর বের করার পদ্ধতি।


আমাদের অনেক সময় নিজের mobile নাম্বার জানার দরকার হয়।কারন হিসাবে বলা যেতে পারে মোবাইলে টাকা লোড,বন্ধুকে নিজের ফোন নাম্বার দেয়া,জরুরী মুহুর্তে নিজের ফোন নাম্বার কাউকে দেয়া ইত্যাদি ইত্যাদি। কিন্তু সত্য হল এই যে,আমরা অনেক সময় তা বের করতে পারি না,সঠিক নিয়ম না জানার কারনে।হ্যা,
মোবাইল নাম্বার সহজে জানার একটা অতি সহজ উপায় আছে তা হল অন্য কোন মোবাইল নাম্বারে Call দেয়া এবং সেখান থেকে জেনে নেয়া।কিন্তু অন্য নাম্বারে কল দিতে গেলে ব্যালেন্স লাগে যা হয়ত গুরুত্বপূর্ন সময়ে না ও থাকতে পারে তাই
সঠিক নিয়ম জানা থাকলে হয়ত কোন ভোগান্তিতে পরতে হবেনা। আসুন যেনে নেই কি ভাবে খুব সহজেই নিজের নাম্বার বের করতে হয়।

গ্রামীনফোন,বাংলালিংক,রবি,এয়ারটেল এবং টেলিটকের নাম্বার কিভাবে দেখতে হয় তা দেখানো হলোঃ

★গ্রামীণফোন:
গ্রামীনফোন এর নাম্বার জানতে ডায়াল করুন *১১১*৮*২#
★বাংলালিংক:
বাংলালিংক এর নাম্বার জানতে ডায়াল করুন *৫১১#
★রবি:
রবির নাম্বার জানতে ডায়াল করুন *১৪০*২*৪#
★এয়ারটেল:
এয়ারটেল এর নাম্বার জানতে ডায়াল করুন *১২১*৬*৩#
★টেলিটক:
টেলিটক এর নাম্বার জানতে মেসেজ অপশনে গিয়ে লিখুন TAR এবং পাঠিয়ে দিন ২২২ নাম্বারে।
 এছাড়াও থাকছে  মোবাইল অপারেটরদের কিছু প্রয়োজনীয়য়োজনীয় সেবার কোড:
#ধন্যবাদ... 

কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks