কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। আমি আপনাদের দেখাবো কিভাবে Whats App এর মেয়াদ বাড়িয়ে নিবেন সারাজীবনের জন্য !!!
কিভাবে কি করবেন?
প্রথমে Whats App ওপেন করুন। এবার Whats App Settings এ যান। এবার আপনি আপনার Whats App নাম্বারটি পরিবর্তন করে ফেমুন। এমন নাম্বারে দিন যেটায় আগে কখনো Whats App ব্যবহার করেননি। পরিবর্তন করতে প্রথমে আপনার বর্তমান নাম্বার
দিন, এবং পরে নতুন নাম্বার দিন। (নতুন সিমটি যেন তখন মোবাইলে ভরা থাকে) এবার অপেক্ষা করুন, কিছু সময়ের মাঝেই আপনার একাউন্ট ভ্যলিডেট হয়ে যাবে। আর আপনি পেয়ে যাবেন ১ বছরের মেয়াদ সহ নতুন নাম্বার।
এবার চলে যাই আসল ট্রিক্সে।উপরের কাজ করার পর এবার আবার নাম্বার পরিবর্তন করি, Old নাম্বার এ একটু আগে করা নাম্বার টি দেই, আর New নাম্বারে সেই পুরনো নাম্বারটি দেই, যেটার মেয়াদ শেষ হয়ে গেছে। এবার বের হয়ে যাই, আর ফোন রিস্টার্ট দিয়ে WhatsApp এ ঢুকুন। দেখুন আপনার Whats App এর মেয়াদ ১ বছর বেড়ে গেছে।
#বেরেছে কিনা যানার জন্য-
Go to Setting> Payment Info.




কোন মন্তব্য নেই :
একটি মন্তব্য পোস্ট করুন