সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০১৫

গ্রামীণফোনে ক্রয়কৃত ইন্টারনেট এবং মিনিটের মেয়াদ বাড়িয়ে নিন ইচ্ছামত। ১০০% কার্যকরি

আমি আজ আবার হাজির হয়েছি কি করে ২টা সহজ পদ্ধতিতে Gp সিমের MB এর মেয়াদ ১মাস বাড়ানো যায় তা জানাতে।


তাহলে শুরু করা যাক-
প্রথম পদ্ধতিঃ

প্রথমে আপনার GP সিম থেকে ডায়াল করুন

*500*1#
এর পরে ২-৩ মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।

মেসেজ আসার পরে ২.৮৮ টাকার ৪ MB এর প্যাক ক্রয় করার জন্য ডায়াল করুন

*5000*1*2#
এর পরে আরো ২-৩ টা মেসেজ আসা পর্যন্ত অপেক্ষা করুন।মেসেজ আসলে ফোন বন্ধ করে আবার চালু করুন এবং MB চেক করুন। দেখবেন মেয়াদ ১ মাস বেড়ে গেছে।

দ্বিতীয় পদ্ধতিঃ

এই পদ্ধতিতে চাইলে আপনি নিজের সহ আপনার বন্ধুর মোবাইলের GP সিমে MB এর মেয়াদ বাড়াতে পারবেন।

প্রথমে http://www.grameenphone.com/flexi-plan ঠিকানায় যান।

নিচের চিত্রের মত একটি পেইজ আসবে।
এবার এখান থেকে Talk-time -0 এস এম এস -০ এবং ইন্টারনেট

এর যে কোন প্যাক(৩.৮৪ টাকার ৪MB সিলেক্ট করেছি) ও মেয়াদ- 30 দিন সিলেক্ট করুন। এবং "এখনই কিনুন" এ ক্লীক করুন।
এরপর একটি পেজ দেখতে পাবেন, এখানে মোবাইল নম্বর এর ঘর এ আপনার যে সিমে মেয়াদ বাড়াবেন সেই  সিমের নম্বর লিখুন

এবং  "পরবর্তী ধাপে" ক্লিক করুন।
এবার আপনি আপনার দেওয়া নাম্বারে একটি পিন নম্বর সহ এস এম এস পেয়ে যাবেন যা পরবর্তী  পেজ এ ব্যবহার করবেন
নিচের স্কিনসট এর মত পেজ আসলে  সেখানে আপনার এসএমএস এ আসা পিন কোড দিয়ে "সম্মত" তে ক্লিক করুন।
ব্যাস আপনার কাজ শেষ। সিমের MB চেক করে দেখুন মেয়াদ ১মাস বেড়ে গেছে।

মিনিটের মেয়াদ বাড়াবেন যেভাবেঃ

প্রথমে http://www.grameenphone.com/flexi-plan  ঠিকানায় যান।

নিচের চিত্রের মত একটি পেইজ আসবে।
এখান থেকে টকটাইম সর্বনিম্ন ১০ মিনিট, ইন্টারনেট ০, মেয়াদ ৩০ দিন এবং এসএমএস ০ সিলেক্ট করে Buy Now এ ক্লিক করুন।

পরবর্তী পেইজে আপনার মোবাইল নম্বর দেয়ার একটি বক্স আসবে। উক্ত বক্সে আপনার মোবাইল নম্বর টাইপ করুন।এন্টার প্রেস করলে কিছুক্ষণের মধ্যে আপনার মোবাইলে একটি কোড যাবে।পরবর্তী পেইজে কোডটি টাইপ করে এন্টার চাপুন।আপনার একাউন্ড থেকে ১০.৬৪ টাকা কেটে নিবে এবং ১০ মিনিট যোগ হবে।এবার আপনার ব্যালান্স *৫৬৬*২২# এ ডায়াল করে চেক করুন।


................................... ধন্যবাদ।




কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks