সোমবার, ৩১ আগস্ট, ২০১৫

গ্রামীণফোনে ১ ঘন্টা ননস্টপ ইন্টারনেট মাত্র ৫০ পয়সায়![100% আনলিমিটেড]

"গ্রামীণফোনে ১ ঘন্টা ননস্টপ ইন্টারনেট মাত্র ৫০ পয়সায়!"

অন্যান্য তথ্যঃ

১। যেকোন গ্রামীণফোন গ্রাহক এই সুবিধা পাবেন।
২। শুধু অপেরা মিনি দিয়ে ইউজ করা যাবে। অন্য ব্রাউজার ইউজ করলে চার্জ প্রযোজ্য হবে।
৩। শুধু ব্রাউজ করা যাবে, কোন ডাউনলোড বা স্ট্রিম করা যাবে না। করলে চার্জ প্রযোজ্য হবে।
৪। সেশনের মেয়াদ ১ ঘন্টা। এরপর আবার চাইলে আবার কেনা যাবে, যত খুশি।
৫। ২০ এমবি ব্রাউজের পর FUP প্রযোজ্য হবে(স্পিড ৬৪ কেবিপিএস হয়ে যাবে)।
৬। চালু করতে হলে অপেরা মিনির ১ম বুকমার্কে থাকা 'Internet Ticket' এ ক্লিক করে চালু করতে হবে।
৭। ৫০ পয়সা+১৮% ভ্যাট প্রযোজ্য।
এটাতো হলো Official Offer,এখন আমরা এই আফারের আসল রহস্যটি উদঘাটন করব,চলুন কথা না বাড়িয়ে শুরু করি....

জিপি ওয়েবপাস টিকেটঃ
Configuration Setting 
Name: Gp Free
APN: internet
APN type: Default
Proxy: 141.0.11.241
Port: 80
আপনাকে১ টাকা ব্যালেন্স রাখতে হবে। তারপর যখন আপনি .৫ টাকায় এক ঘন্টার টিকেট এক্টিব করবেন সেই সময় থেকে আপনাকে এক ঘন্টা আপনাকে ২০ এম্বি ব্রাউজ & ডাউনলোড করতে দিবে।
তাহলে আমাদেরকে ২০ এম্বি শেষ করার আগেই কাজে নেমে পরতে হবে। চলুন কাজের কথাই আসি। ১ টাকার পেক এক্টিব করার সাথে সাথেই আপনাকে যেকোন প্রক্সি সাইটে যেতেহবে। আমি দিয়ে দিলামঃ
১- http://hideme.be/
২- http://zacebook.com/
৩- http://proxy-server.at/
উপরের যেকোন সাইটে গেলে আপনি একটা বক্স পাবেন। সেখানে আপনার কাংখিত সাইটের নাম লিখুন আর নিচের এন্টার বাটন চাপুন। আর যারা সার্চ করে ফাইল নামাটে চান তারা বক্সটাতে Google.com লিখুন তাহলেই গুগল চলে আসবে। তারপর সার্চ করে পছন্দের ফাইল নাামিয়ে নিন। আমি সাজেস্ট করব যে ফাইল গুলো ১০০ এম্বির বেশি হলে ভাল হবে। আপনাদের উৎসাহ পেলে আরও করতে পারব আশা করি।

★★নোট: ২০ এম্বি শেষ করার আগেই উক্ত কাজগুলো করে নিতে
হবে। ফাইল ডাউনলোড করার সময় কোন প্রকার ব্রাউসিং করা যাবে না এবং ডাউনলোড pause করা যাবে না।


কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks