বুধবার, ২০ এপ্রিল, ২০১৬

Huge Of Template

>>Name: Minima Stylo Responsive Blogger Template
DEMO

>>Name: Deco Mag Blogger Template
DEMO

>>

Read more ...

মঙ্গলবার, ১৫ মার্চ, ২০১৬

Opera Mini তে Save করা FB Password দেখবেন যেভাবে।


মনে করুন আপনার ফোনের Opera Mini তে একটা Facebook ID Log In করা আছে.......

কিন্তু আপনি সেই আইডিটার Password জানেন না.......

আপনি ইচ্ছা করলেই ঐ আইডিটার Pass বের করে ফেলতে পারবেন........

তবে একটা শর্ত আছে Log In করার সময় অবশ্যই Remember Password এ OK
করতে হবে...... [Like 1নং ফটো]

এখন হলো আপনার আসল কাজ........

Ridmik Keyboard Open করে Settings এ
যান.......
.
তারপর একটু নিচের দিকে যান
দেখেন ঐখানে লিখা আছে Cut
Copy Paste Feature ঐটাতে Mark
করে দেন......... [Like 2নং ফটো]
.
যাদের Install করা নেই তারা
Download করে নিন........
.
Download Link:- Ridmik-Keyboard
.
এবার Opera Mini তে ঢুকুন........
.
FB Id টা Log Out করে দেন.........
.
দেখেন Email & Pass Show
করছে.........[Like 3নং ফটো]
.
এখন Pass Box এ Cursor রেখে "C"
তে ক্লিক করে ধরে...... Keyboard এ
Text Copied লেখা উঠবে.......... [Like
4নং ফটো]
.
এবার Pass বক্স ছাড়া যেকোনো
একটা বক্সে Cursor রেখে "V" তে
ক্লিক করেরে ধরে থাকুন Copy
করা Password টা Show করবে........
[Like 5নং ফটো]
.
.
পেয়ে গেলেন Password......
.
.
.
.
কারো ক্ষতি করার উদ্দেশ্যে
এটা ব্যবহার করবেন না........
Read more ...

বুধবার, ২০ জানুয়ারী, ২০১৬

গ্রামীণফোন ফ্রী নেট ট্রিক [অ্যান্ড্রয়েড] প্রতিদিন আনলিমিটেড ডাউনলোড।


ট্রিক টির মাধ্যমে আপনি জিপি সিমে হাই স্পিডে ডাউনলোড করতে পারবেন অনায়াসেই!তবে টিউন টি সম্পূর্ণ কয়েকবার পড়ে ক্লিয়ার ধারণা নিয়ে তারপর কাজে নামবেন প্লিজ,তাই ঝামেলা মনে হবেনা!অনেকদিন ধরে চালাচ্ছি তাই ভাবলুম সবাইকে নিয়েই ব্যবহার করি।জিপি বন্ধ করলে করুক।

এই পদ্ধতিতে আমরা ইউসি হ্যান্ডেলার ব্যবহার করে ফ্রী ইন্টারনেট চালাবো। আপনারা অনেকেই অপেরা হ্যান্ডেলার ব্যবহার করেছেন কিন্তু সবাই জানেন যে অপেরা হ্যান্ডেলার ব্যবহার করে বড় ফাইল ডাউনলোড করা যায়না। তাছাড়া অপেরা হ্যান্ডেলারে কোনো ডাউনলোড ম্যানেজার নেই কিন্তু ইউসি হ্যান্ডেলারে শক্তিশালী ডাউনলোড ম্যানেজার রয়েছে।


ফ্রী নেট ব্যবহার করার জন্য আপনাকে অবশ্যই অপেরা হ্যান্ডেলার ডাউনলোড করতে হবে। ডাউনলোড করার জন্য নিচের ডাউনলোড লিঙ্কটি ব্যবহার করুনঃ ডাউনলোড লিঙ্ক


আমার এই ট্রিকটি ১০০ শতাংশ কার্যকরী। হ্যান্ডেলার ডাউনলোড করা শেষ হলে সেটি ইন্সটল করে রাখুন। এইবার আমাদেরকে একটি ইন্টারনেট সেটিংস তৈরী করতে হবে।  চলুন প্রথমেই একটি সেটিংস তৈরী করে নিইঃ

Name: GP Free (you can use anything else)
APN: gpinternet
Proxy: 10.103.45.08
Port: 8080

সেটিংস তৈরী করা শেষ হলে সেটিংসটি সেইভ করুন এবং সেটিংসটি একটিভ করুন। ব্যাস আপনার কাজ শেষ। ইউসি ব্রাউজারটিকে মডিফাই করা হয়েছে। তাই আরামসে যেকোনো ফাইল ডাউনলোড দিতে থাকুন। আর হ্যা আপনাকে অবশ্যই ছোট্ট একটি ইন্টারনেট প্যাক একটিভ করতে হবে।

Read more ...

মঙ্গলবার, ২৯ ডিসেম্বর, ২০১৫

নষ্ট মেমোরি কার্ড /পেন্ড্রাইভ ঠিক করুন এক নিমিষে একটি ছোট সফটওয়্যার ব্যবহার করে।


আমাদের অনেকের ই  মেমোরি কার্ড নষ্ট হয়ে যাচ্ছে কিন্তু আমরা মেমোরি গুলো ঠিক না করে বাইরে ফেলে দিচ্ছি কখনও হয়ত ঠিক করার চেষ্টা ও করি নি। তাই আমি আজ আপনাদের একটা সফটওয়্যার নিয়ে এসেছি যেটি ব্যবহার করে নষ্ট মেমোরি কার্ড ঠিক করতে পারবেন। প্রথমে সফটওয়্যার টি ডাউনলোড করে নিন।


>>>ডাউনলোড করুন<<<

এবার সেটআপ দিন। তারপর আপনার নষ্ট মেমোরি ঢুকান এবার সফটওয়্যার টি OPEN করুন তারপর আপনার মেমোরি সিলেক্ট করুন তারপর NTFS সিলেক্ট করুন Quick Format সিলেক্ট করুন THEN Start বাটনে ক্লিক করুন। কিছু সময় অপেক্ষা করুন।ব্যাস কাজ শেষ।

অ্যাপটির সাইজ মাত্র ২  MB। আশা করি কোন সমস্যা হবে না, তবে সমস্যা হলে জানাবেন সমাধান করার চেষ্টা করবো। আজ তাহলে এখানেই শেষ করলাম। ধন্যবাদ সবাইকে।

Read more ...

সোমবার, ২৮ ডিসেম্বর, ২০১৫

কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনুন সহজের চেয়ে সহজে।

আজ একটি ছোট সফট ওয়্যারের কথা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি। ছোট হলেও অনেক জরুরী,আমরা যারা কম্পিউটার নিয়ে নাড়া চাড়া করি তাদের জন্যতো বটেই। কিছুদিন পূর্বে আমার একটি ফোল্ডার মুছে গিয়ে বড় বিপদে পড়েছিলাম, বিভিন্ন রিকভারি সফট দিয়ে ফোল্ডারটিকে ফেরত আনার চেষ্টা করি, ভাল ভাবে সফল হতে পারিনি।

তখন এক বড় অভি ভাইয়ের পরামর্শ মত Recuva নামের সফট দিয়ে চেষ্টা করলাম এবং বেশ কিছু রিকভারি করা গেল কিন্তু সব পেলাম না। সর্বনাশ যা হবার তা আগেই হয়ে গেছে। এখন ভাবি সফটি যদি আর একটু আগে পেতাম তাহলে ফোল্ডারটি সম্পূর্ণ ফেরত পেতে পারতাম। আজ উল্লেখিত Recuva সফটি ভাল করে ঘাটাঘাটি করে আশ্চর্য না হয়ে পারলাম না। এটা দিয়ে আপনার কম্পিউটার, পেন্ড্রাইভ এবং যে কোন মেমোরি কার্ড এর হারানো ফাইল ফেরত আনা সম্ভব ও কম্পিউটার এর যে কোন ড্রাইভ এর ক্ষেত্রেও একি কথা প্রযোজ্য। আর দেরি কেন তবে, দেখি এটা কি ভাবে কাজ করে।

প্রথমে আপনাকে Recuva সফটি এই লিংক থেকে ডাউনলোড করে ইন্সটল করতে হবে। ইন্সটল করার পর ডেস্কটপের Recuva আইকনে ক্লিক দিয়ে ওপেন করুন >> এর পরের কাজ গুল যথাক্রমে নিচে দেয়া হল ===

১ = Next করুন।

২ = Other সিলেক্ট করে Next করুন।

৩ = In a specific Location সিলেক্ট করে Browse করে কোন ফাইল, ফোল্ডার, হার্ড ডিস্ক এর কোন ড্রাইভ অথবা যদি পেন ড্রাইভ বা কোনও মেমোরি কার্ড থেকে ফাইল উদ্ধার করতে চান তাহলে তা সিলেক্ট করে দিন। তারপর Next করুন (অবশ্যই পেন্ড্রাইভ কিংবা মেমোরি কার্ড সিলেক্ট করলে USB পোর্টে তা লাগানো থাকতে হবে)।

৪ = Enable Deep Scan সিলেক্ট করে Next করুন।

৫ = কিছুক্ষণের মধ্যে Scanning শুরু করবে। অপেক্ষা করুন।

৬ = Filename টিক দিয়ে Switch to advanced mode এ ক্লিক করুন।

৭ = যে ড্রাইভের ফোল্ডারটি আছে তা সিলেক্ট করে Scan এ ক্লিক করুন

৮ = উইন্ডোতে আপনার হারানো ফাইল গুলি দেখা যাবে। টিক দিন এবং Recover এ ক্লিক করুন

৯ = এবার যে উইন্ডো আসবে তাতে আপনি রিকভার ফাইলটি একটি New folder এ সিলেক্ট করে OK করুন। এবার Yes করুন কিছুক্ষনের মধ্যে ফাইল গুলি New folder এ চলে যাবে, কমপ্লিট হলে OK করুন।

১০ = ব্যাস আপনার হারানো ফাইল আপনি ফেরত পেয়ে যাবেন।

Read more ...

এইবার Clash Of Clans কিংবা যেকোন পেইড এপ কিনুন এন্ড্রয়েড দিয়েই।W H A F F Reward এর দিন শেষ।


সবাই কেমন আছেন?আশা করি সকলে ভালো আছেন।আজ নিয়ে এলাম নতুন এক টিউন আশা করছি সকলের ভালো লাগবে।খারাপ লাগলে আমাকে জানাতে ভুলবেন না।সরাসরি টিউনে চলে যাচ্ছি।



এইবার Clash Of Clans কিংবা যেকোন পেইড এপ কিনুন এন্ড্রয়েড দিয়েই।W H A F F Reward এর দিন শেষ।

আজ এমন একটি এপ নিয়ে এলাম এর মাধ্যমে এক মাসের কম সময় প্রতিদন ৫ মিনিট সময় দিলেই গুগল প্লে কার্ড কিনতে পারবেন যার মাধ্যমে প্লে স্টোর থেকে পেইড এপ্স কিনতে পারবেন,পাশাপাশি Clash Of Clans এর Gem কিনতে পারবেন।
এপটির নাম হলোঃGift Wallet.এটি এন্ড্রয়েড মার্কেটে একদম নতুন।নিচ থেকে এপটি ডাউনলোড করার পর Open করুন।Open করার পর ভেরফিকেশন কোড চাইবে তখন এই কোড টি দিনঃ 75c775b


এই কোড দেয়ার সাথে সাথে আপনি ৩০ টি কয়েন পাবেন,আপনাকে মোট ৪০০০ কয়েন জমাতে হবে,৪০০০ কয়েন জমাতে পারলেই আপনারা গুগল গিফট কার্ড কিনতে পারবেন।

কীভাবে ৪০০০ কয়েন জমাবেন?

খুব সহজেই পারবেন,যদি প্রতিদিন কাজ করেন তাহলে ৩০ দিনের কম সময় এর মধ্যেই ৪০০০ এর বেশি কয়েন জমাতে পারবেন।

আপনার কাজ টা কি?

আপনার কাজ হলো প্রতিদিন এপটি Open করে Earn Coin এ ক্লিক করে বিভিন্ন অফার যেমন এপ ডাউনলোড,গেইম খেলা,ফেসবুক,টুইটার,গুগল প্লাস,ইত্যাদিতে শেয়ার,আরো অনেক সহজ সহজ কাজ।আর এটি W h a F F কিংবা Mcent থেকে অনেক ভালো,RAM অনেক কম খাবে,আর কয়েন দিবে অনেক বেশি,আর সব থেকে বড় কথা এটি Bluestacks দিয়েও চালাতে পারবেন।যা w h a f f কিংবা mcent এ সম্ভব ছিলো না।

টিপসঃ

১৫ দিনের মধ্যে গুগল কার্ড পেতে চাইলে বেশি বেশি বন্ধদের কে এর মধ্যে ইনভাইট করুন,ইনভাইট করা একদম সহজঃ Friends অপশনে গেলেই কোড পাবেন,সেই কোড দিয়ে আপনার বন্ধুদেরকে Gift Wallet এ Join করান।তাহলে ১৫ দিনের মধ্যেই  Google Play Card পাবেন।গুগল কার্ড পেতে Reward Option এ গেলেই হবে,সেখান থেকে গুগল প্লে কার্ড/Amazon Gift Card/Paypal $ ক্রয় করতে পারবেন।আরো অনেক Tricks রয়েছে,সামনে সময় পেলে বিস্তারিত বলবো।

নিচ থেকে এখুনি এপটি নামিয়ে ফেলুন।প্লে স্টোর থেকে নামালে কয়েন কম পাবেন,তাই নিচ থেকেই নামিয়ে ফেলুনঃ



App Name:Gift Wallet
Size:10MB
Link: এখানে ক্লিক করুন



Read more ...

রবিবার, ২৭ ডিসেম্বর, ২০১৫

এন্ড্রয়েড ফোনে ফ্রীতে দেখুন বাংলা চ্যানেল।

যে চ্যানেলগুলো ফ্রী দেখা যাবেঃ


জি টিভির,
 আরটিভি,
দেশ টিভি এবং
চ্যানেল আই ।

প্রথমে জিপি সিমএ একটা 3G প্যাকেজ অ্যাক্টিভ করে নিন। চিন্তা করবেন না আপনার টাকা বা এমবি কোনটাই কাটবে না। যদি বড় প্যাকেজ কিনতে না চান তাহলে 500111# ডায়েল করে ২.৮৮ টাকায় 3 এমবি 3G ক্লিক প্যাকেজ অ্যাক্টিভ করতে পারেন।তার আগে *5000# ডায়েল করুন তাহলে এক মাস মেয়াদ পাবেন।
[ বিঃদ্রঃ 2G প্যাকেজেও লাইভ টিভি দেখতে পারবেন তবে সমস্যা করবে। তাই 3G প্যাকেজ অ্যাক্টিভ করে নিন।]

চ্যানেল অ্যাড্রেস:::

এবার জি টিভি দেখার জন্য বক্সে নিচের অ্যাড্ররেসটি লিখুন
rtsp://10.165.58.54:1935/live/wc7?TOKEN=GP1403970610487

আরটিভি দেখার জন্য বক্সে নিচের অ্যাড্ররেসটি লিখুন
rtsp://10.165.58.54:1935/live/wc3?TOKEN=GP1403970610487

দেশ টিভি দেখার জন্য বক্সে নিচের অ্যাড্ররেসটি লিখুন
rtsp://10.165.58.54:1935/live/wc4?TOKEN=GP1403970610487

চ্যানেল আই দেখার জন্য বক্সে নিচের অ্যাড্ররেসটি লিখুন
rtsp://10.165.58.54:1935/live/wc1?TOKEN=GP1403970610487


অ্যান্ড্রয়েড ফোনে ব্যবহারের নিয়মঃ

আপনার ডিফল্ট ব্রাউজার/ অপেরা মিনির/ ইউসি ব্রাউজারে Address বারে উপরে দেওয়া Address গুলো ব্যবহার করুন। তারপর PLAYER সিলেক্ট করে লাইভ টিভির মজা নিন।
অথবা MX Player চালু করে মেনু থেকে Network Stream এ Address গুলো পেস্ট করুন।

Read more ...

সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

পে-পাল থেকে টাকা লোড করুন বিকাশে বা ব্রাকে

আমাদের দেশে অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের পে-পাল এ্যাকাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা। এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ। এসব বন্ধুদের কথা চিন্তা করে এ্যামপেরর সফট পে-পাল থেকে টাকা বিকাশে ক্যাশ করার সাভিস চালু করেছে।
যেভাবে সার্ভিসটি নেয়া যায়:
লিংক এ যান।
এখানে দেয়া service@emperorsoft.net পে-পাল ইমেইলে আপনার ডলার পাঠিয়ে দিন।
লিংক এ থাকা ফরমটি পুরন করুন ঠিক মত। এখানে আপনার নাম, যে মেইল থেকে আপনি ডলার পাঠিয়েছেন তার নাম, আপনার বিকাশ নম্বর, যে পরিমান ডলার পাঠিয়েছেন।
সর্বশেষ এ সাবমিট বা পাঠিয়ে দিন বাটনে ক্লিক করুন।
আপনি সাবমিট করার পর কোম্পানি থেকে অপারেটর আপনাকে ফোন করবে এবং নিশ্চিত হবে।
৩০ মিনিটের মধ্যে সার্ভিসটি পাওয়া সম্ভব।

যা মনে রাখবেন

ডলার পাঠানোর আগে অবশ্যই আপনি কত টাকায় ডলার বিক্রি করবেন এবং তারা কিনবে তা ফোন করে ফয়সালা করে নিন। ফোন করবেন 01678113202 নম্বরে।
কোম্পানিটি বিশ্বাসযোগ্য:

কারন এই সাইটটি পে-পাল ভেরিভাই করা।
কোম্পানির নিজস্ব অফিস এবং অফিসের ঠিকানা সেখানে দেয়া আছে।
পে-মেন্টের পেইজে অনেকগুলো ব্যাংকের এ্যাকাউন্ট নম্বর দেয়া আছে যা ফলস হলে দেয়া হত না।
কোম্পানিটি অনেক রকম সার্ভিসের সাথে জাড়িত।
Read more ...

রবিবার, ২২ নভেম্বর, ২০১৫

পরিচিত হোন ক্লিকসেন্স এর মত সম্পূর্ণ নতুন একটি সাইটের সাথে! যেখান হতে ডলারের পাশাপাশি বিট কয়েন আয় করা যাবে। ১০০% ট্রাষ্টেড ও পরীক্ষিত সাইট!!


ইন্টারনেটে ইনকামের অনেক রাস্তা আছে। তার মধ্য সবচেয়ে সহজ রাস্তাটা হল বিটিসি ও পিটিসি সাইট হতে মামুলি কিছু আয় করা।এখানে মামুলি বলছি এই জন্য যে, যারা ইন্টারনেট নিয়মিত ভিজিট/ব্যবহার করেন কিন্তু প্রফেশনালিভাবে কোন কাজ করতে পারেন না। তথাপি নেট খরচটা পুষিয়ে নেবার আগ্রহ আছে। তাদের জন্য হতে পারে বিট কয়েন আয় এবং পিটিসি সাইট।



এখানে একেকটি সাইট থেকে নিয়মিত কাজ করলে কোন রেফার কিংবা রেন্টেড ব্যতিত মাসে ২-৩ ডলার আর্ন করা যায়। অবশ্য এমন অনেক লোক আছেন যারা মাসে ৫০-১০০ ডলারও আয় করে থাকেন। সত্যি কথা বলতে কি পিটিসি সাইটের ইনকামের মূল রহস্য হল রেফার সংগ্রহ, বিজ্ঞাপণ করা এবং রেন্টেড করা। ইহা ব্যতিত আর ২য় কোন ঔষধ নাই। তথাপি নতুনভাবে একটানা ৪ মাস কাজ ও কিছু নির্দেশনার মাধ্যমে প্রগেজ অর্জন করা যাবে। অপরদিকে প্রফেশনালভাবে আয় করার ইচ্ছা থাকলে আপনাকে অবশ্যই ফ্রিল্যান্স যেমনঃ ফাইভআর, পিপল পার আওয়ার, গুরু, ওডেস্ক কিংবা গুগলের মত পাবলিশিং সাইটে কাজ জানতে হবে। সুতরাং পিটিসি করুন যাই করুন পাশাপাশি অবশ্যই ফ্রিল্যান্স বিষয়ক কাজ জানাটা ও শেখার আগ্রহ রাখতে হবে। অবশ্য যারা ফ্রিল্যান্সার তারা কখনও আপনাকে পিটিসি সাইটে কাজ করার সাজেস্ট করবে না এবং নিজেরাও এই সকল সাইটে কাজ করেন না।

কোন ধরনের পিটিসি সাইটে কাজ করবেন?


উপরের আলোচনা অনুযায়ী মনে করি আপনি অনেক নবীন, কোন কাজ জানেন না।তাহলে আপাতত বিটিসি/পিটিসি ট্রাই করতে পারেন। এখন কথা হল- আপনি কোন ধরনের পিটিসি সাইটে ট্রাই করবেন? হ্যা এটাও একটি গুরুত্বপূর্ণ বিষয়। অনেকে কিছু না বুঝে অযথা স্ক্যাম, ভূইফোঁড় পিটিসিতে ট্রাই করে সময়/অর্থ দুটাই নস্ট করেন। সুতরাং কোন পিটিসি সাইটে গুজবে কান না দিয়ে নিজে ভালভাবে যাচাই করে সিদ্ধান্ত নিয়ে কাজ করবেন।

কোন পিটিসি সাইটগুলো লিগ্যাল আসল এই বিষয় নিয়ে একটি টিউন করেছিলাম। প্রয়োজনে দেখতে পারেন এখানে
হ্যা পিটিসি সাইটের মধ্য সবার সেরা বিগ বক্স সাইট গুলো হচ্ছে ক্লিসেন্স এবং নিওবাক্স। আপনি যদি কৌশলী ও পরিশ্রমি হয়ে থাকেন তাহলে অবশ্যই সাফল্যে পাবেন। তবে তা ৮ মাসের পূর্বে নই। সুতরাং নতুন হিসাবে প্রথম কয়েকদিন কাজ করে ধৈর্য্য হারা হতে পারেন। কারন অ্যাড সংখ্যা অনেক বেশী ও সাইটগুলোর বেশ কিছু টামর্স আছে। তথাপি এই দুটি সাইট বাদে বেশ কিছু সাইট আছে যেখানে অ্যাডের সংখ্যা কম, পেমেন্ট রেট ভাল, পে করছে এবং অন্যান্য শর্তাবলী অনেকটা শিথিল। যাইহোক তার মধ্য বর্তমানে একটি সাইট হচ্ছে  অ্যাড ফাইভার।

অ্যাড ফাইভারের পরিচিতি ও বৈশিষ্ট্যবলী


সাইটের বয়স প্রায় ৮ মাস। পূর্ণ নাম Adfiver International Services LLC, U.S অন্তভূক্ত রেজিস্ট্রার্ড কোম্পানী। অলরেডি পে করা শুরু করেছে ও করছে।
স্বল্প সময়েই ইউজারদের দৃষ্টি আকর্ষন করতে সক্ষম হয়েছে। ইউজাররেটিং ও ফিডব্যাক অনেক ভাল। নিবন্ধিত ইউজার প্রায় ৪,২০০।
সাইটটির ডিজাইন ও ইউজার ইন্টারফেস অসাধারন।
স্লো ইন্টারনেট কানেকশন কিংবা ব্রাউজারে কোন ব্লক অ্যাড প্লাগিন থাকলেও কাজ করে।
ডস প্রটেকশন এবং সাইট ম্যাকাফি সিকিউর প্রটেকশন যুক্ত।
সাইটে অ্যাডের সংখ্যা অনেক কম, সম্পূর্ণ টাস্ক করতে প্রায় ৪ মিনিট সময় লাগে।
অন্য কোন পিটিসি সাইটে ২ মাসের মধ্য একাউন্ট লগইন না করলে সাসপেন্ড করা হয়। কিন্তু অ্যাড ফাইভারে লাইফটাইম।
অন্য পিটিসি সাইটে অ্যাড দেখতে নেটের বেশ কিছু মেগাবাইট এর অপচয় ঘটে। কিন্তু এখানে তেমনটি চোখে পড়েনি।
সাইটের ফিডব্যাক, কতটুকু ট্রাস্টেড, পে সামারি এবং কাষ্টমার রিভিউ পরীক্ষা করতে ক্লিক করুন এখানে

পেমেন্ট পদ্ধতি
তারা আপনাকে অনেকগুলো পদ্ধতিতে পে করে থাকে নিচের চিত্র অনুযায়ী। তার মধ্য একটি সুবিধা হল আপনার পেমেন্ট ইচ্ছা করলে বিট কয়েন কনভার্ট হিসাবে পাবেন। সুতরাং যারা বিট কয়েন সাইটে আয় করছেন সেখানে এই সাইটের আয় একটু হলেও বিট কয়েন অর্জনে সহায়ক হবে। এখানে মাত্র ৩ ডলার হলেই পে পাওয়া যাবে।




 কিভাবে রেজি: ও কাজ করবেন?
প্রথমে রেজিঃ করতে এখানে ক্লিক করুন
রেজিঃ অংশে ক্লিক করুন > নিচের মত চিত্র আসবে।


সব কিছু ফিলআপ করে রেজিঃ অংশে ক্লিক করুন> ইমেইলে একটি বার্তা যাবে সেটি ভেরিফাই করুন > এবার লগইন করলে নিম্নরুপ প্যানেল পাইবেন।

কাজের প্রসেস সম্পূর্ণ অন্য পিটিসি সাইটের মতই। সোজা কথা অ্যাড দেখা। সেইজন্য আপনাকে view advertisement বাটনে ক্লিক করতে হবে। প্রতিটি অ্যাড দেখতে প্রায় ৫ সেকেন্ড এর মত সময় লাগবে।


আয় বৃদ্ধি করার কৌশল



প্রতিদিনের একটি নিদিষ্ট সময় অনুযায়ী কাজ করার চেষ্টা করবেন। যেমনঃ আজকে কাজ করেছেন দুপুর ১২.০০ মিনিটে। তাহলে আগামী কালও একই সময় প্রবেশ করবেন। সত্যিকার অর্থে আমরা যতই ঢাকঢোল পিটাই না কেন পিটিসি সাইটে ইনকামের প্যাচকল রয়েছে। যেমন আপনি যদি কোন একটি লিগ্যাল পিটিসি সাইটে কাজ করেন কোন রুপ রেফারেল ছাড়া তাহলে মাসিক আয় ৩ ডলারের বেশী হবেনা। অবশ্য সেখানে যদি ১০ জন রেফারেল থাকে এবং রেফারেলগুলো নিয়মিরেফারেলগুলো নিয়মিত কাজ করে তাহলে হয়ত মাস শেষে আরো ১ ডলার বেশী হতে পারে। অর্থাত ৩+১ = ৪ ডলার আসবে। অর্থাত পিটিসি সাইটের আসল ইনকামের রহস্য হল রেফারেল। যত বেশী রেফারেল তত বেশী ইনকাম। অনেক ক্ষেত্রে অর্থের বিনিময়ে রেন্টেড রেফারেল হিসাবে আয় বৃদ্ধি করা হয়। আপনাদের একটা ছোট্ট হিসাব দেখাই,
ম্যাক্সিমাম সাইট গুলো পার রেফারেল ক্লিকে করে পে করে ০.৫ সেন্ট করে। আপনার যদি ১০জন ডাইরেক্ট রেফারেল কিংবা রেন্টেড রেফারেল থাকে আর তাদের Daily এভারেজ ক্লিক হয় ২.৫ তবে একটি সাইট থেকে আপনার ডেইলি ইনকাম (.৫*২.৫*১০)= ১২.৫ সেন্ট + আপনার নিজের ইনকাম ০.৪সেন্ট= (১২.৫+৪)= ১৬.৫ সেন্ট সুতরাং ৫টি সাইট থেকে দৈনিক আয় (১৬.৫*০৫)= ৮৩ সেন্ট, সুতরাং ৩০দিনে আয় (৮৩*৩০)= ২৫০০সেন্ট বা ২৫$ (প্রায়) বা ২০০০টাকা তবে প্রতি মাসে আপনি টাকা হাতে আনতে পারবেন না হয়তো দেখা গেলো ৩-৪ মাসে ৫০$-১০০$ জমল তখন পেজাতে ৪ ডলার ফি দিয়ে চেক নিজের একাউন্টে ট্রান্সফার করা যাবে।

অ্যাড ফাইভার হইতে আমার পেমেন্ট প্রুফ




এমনিতে ব্লগ ও ছোট খাট ফ্রিল্যান্স করার কারনে পিটিসি সাইটে তেমন কাজের সুযোগ হয়না। তথাপি নিওবাক্স ও ক্লিকসেন্স একাউন্ট এ- মাসে ১ বার প্রবেশ করি সচল রাখার জন্য। যাইহোক অ্যাডফাইবার সাইটে প্রায় ৪ মাস পূর্বে যোগদান করি পরীক্ষা মূলক হিসাবে সেখানে বিদেশী ডাইরেক্ট ৫০ টি রেফারেল কালেক্ট করি এবং সেই সাথে রেন্টেড রেফারেল বৃদ্ধি করতে থাকি  ১০ ডলার ব্যয় করে ৫০ টির মত। উল্লেখ্য এখানে রেন্টেড ক্রয় করাটা মানে ইনভেস্ট করা। এই ভাবে রেফারেল কাজ এবং নিজের কাজের মাধ্যমে প্রায় ৪ মাসের মধ্য ১ম পেমেন্ট পেজাতে ২২ ডলার উইথড্র করি। পেমেন্ট প্রুফ নিচে-


পরিচিত হোন ক্লিকসেন্স এর মত সম্পূর্ণ নতুন একটি সাইটের সাথে! যেখান হতে ডলারের পাশাপাশি বিট কয়েন আয় করা যাবে। ১০০% ট্রাষ্টেড ও পরীক্ষিত সাইট!!

 শেষ আলোচনা
এমনিতে পিটিসি নিয়ে আলোচনা করার কোন ইচ্ছা ছিল না। তথাপি যারা নেট ব্রাউজ করেন বাট কোন কাজ জানেন না, আগ্রহ আছে মামুলি কিছু আয় করার। মূলত তাদের উদ্দেশ্যই টিউনটি করতে হল। তথাপি উক্ত সাইট হইতে কাজের মান যাচাইকরন শর্তে বেশ কিছু ডলার পেয়েছি যেটিও অনেকটা আনন্দের। সুতরাং যাদের প্রাথমিকভাবে পিটিসি সাইটে কাজ করার মন মানসিকতা আছে শুধুমাত্র তারাই ট্রাই করতে পারেন। অযথা টাংকি করে লাভ নাই। অবশ্য অনেকের অভিযোগ হবে ব্রাদার! এই সকল সাইট কতদিন চলবে তার নিশ্চয়তা নাই। হ্যা অভিযোগটি সত্য। তবে প্রাথমিক পর্যায়ে সবকিছু ঠিক রেখে কাজ করে বেশ কিছু ডলার আয় করা যায় তাতে ক্ষতি কি! এবং হ্যা সেই সাথে অন্তত ফ্রিল্যান্স শেখাটার চেষ্টা করবেন। অবশ্য আগামী পর্বে ফ্রিল্যান্স সাইট আপওয়ার্ক  নিয়ে কয়েকটি পর্বে টিউন করার ইচ্ছা আছে। সেই পর্যন্ত সবাই ভাল থাকুন।

বিশেষ প্রয়োজনে আমাকে নক করতে পারেন
Read more ...

বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০১৫

All Bitcoin Earning site list: এবার আয় হবে দ্বিগুন, তিনগুন, বহুগুন


Bitcoin কি?


অনলাইনে ফ্রী বিটকয়েন আয়ের ব্যাপারে তো আশা করি এখন যারা শুরু করেছেন তাদের আর কোন সন্দেহ নাই। এখন আমাদের দরকার এই আয়ের পরিমান বাড়ানো। তাই জেনুইন এবং ইনকাম বেশি দেয় এমন সাইটগুলো আমরা উতঘাটন করে এই সাইটে আপনাদের সাথে শেয়ার করবো। নিচে কয়েকটা সাইট শেয়ার করা হল.. এগুলো তে একাউন্ট খুলে কাজ শুরু করে দিন। কোন প্রশ্ন থাকলে করতে পারেন….

 Bookmark this page: Ctrl+D


প্রথমেই একটি Coinbase Account করে নিন।

®  Dori Faucet-1000 Satoshi

®  RazerCrypt
Read more ...
Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks