সোমবার, ৭ ডিসেম্বর, ২০১৫

পে-পাল থেকে টাকা লোড করুন বিকাশে বা ব্রাকে

আমাদের দেশে অনেক ফ্রিলান্সার আছে। যারা অল্প অল্প করে ডলার জমিয়েছে নিজেদের পে-পাল এ্যাকাউন্টে। তবে সমস্যা হল যখন এই ডলারটির কোন কাজে ব্যবহার করতে না পারে বা ক্যাশ করা। এটাকে টাকা বা চেকে বাংলাদেশে আনতে বেশ পরিশ্রম এবং সময়ের কাজ। এসব বন্ধুদের কথা চিন্তা করে এ্যামপেরর সফট পে-পাল থেকে টাকা বিকাশে ক্যাশ করার সাভিস চালু করেছে।
যেভাবে সার্ভিসটি নেয়া যায়:
লিংক এ যান।
এখানে দেয়া service@emperorsoft.net পে-পাল ইমেইলে আপনার ডলার পাঠিয়ে দিন।
লিংক এ থাকা ফরমটি পুরন করুন ঠিক মত। এখানে আপনার নাম, যে মেইল থেকে আপনি ডলার পাঠিয়েছেন তার নাম, আপনার বিকাশ নম্বর, যে পরিমান ডলার পাঠিয়েছেন।
সর্বশেষ এ সাবমিট বা পাঠিয়ে দিন বাটনে ক্লিক করুন।
আপনি সাবমিট করার পর কোম্পানি থেকে অপারেটর আপনাকে ফোন করবে এবং নিশ্চিত হবে।
৩০ মিনিটের মধ্যে সার্ভিসটি পাওয়া সম্ভব।

যা মনে রাখবেন

ডলার পাঠানোর আগে অবশ্যই আপনি কত টাকায় ডলার বিক্রি করবেন এবং তারা কিনবে তা ফোন করে ফয়সালা করে নিন। ফোন করবেন 01678113202 নম্বরে।
কোম্পানিটি বিশ্বাসযোগ্য:

কারন এই সাইটটি পে-পাল ভেরিভাই করা।
কোম্পানির নিজস্ব অফিস এবং অফিসের ঠিকানা সেখানে দেয়া আছে।
পে-মেন্টের পেইজে অনেকগুলো ব্যাংকের এ্যাকাউন্ট নম্বর দেয়া আছে যা ফলস হলে দেয়া হত না।
কোম্পানিটি অনেক রকম সার্ভিসের সাথে জাড়িত।

কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks