মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০১৫

বসে বসে Bkash পেমেন্ট পেলাম !! এবার আপনার পেমেন্ট পাওয়ার পালা !!!


আসসালামু আলাইকুম, সবাইকে শুভেচ্ছা, আসা করি আপনারা সবাই ভালো আছেন।
আজকে আবার ও পেমেন্ট হাতে পাওয়ার পর আশ্বস্ত করতে পারছি , এখন থেকে কোন ঝুকি ছাড়া ই আয় করুন !!
Payment Proof:::
সহজ কিছু কাজের মাধ্যমে আয় করুন । বিস্তারিত ভাবে আপনাদের জানাচ্ছি এই সাইটের features কোনগুলো এবং কিভাবে কাজ করবেন !!
রেজিস্ট্রেশন করতেএখানে ক্লিক করুন।
আমারা যারা মোবাইল ব্যাবহার করি তাদের সবারই অন্তত ১টি ফেসবুক একাউন্ট আছে, এবং অনেকের আবার ফেসবুক ফ্যান পেজ আছে। ফ্যান পেজ তখনই পরিপ্ননতা পায় যখন এর ভিজিট স্যংখা বা লাইক বেশি হয়। আর ফ্যান পেজের লাইক পেতে কত কষ্ট ও দেরি হয় তা হয়ত আপনারা জানেন। অন্যর ফ্যান পেজে যখন অনেক লাইক দেখেন নিশ্চয় আপনার ও ফ্যান পেজে লাইক পেতে ইচ্ছে করে । আর ফ্যান পেজের লাইক কম থাকলে ফ্যান পেজ যতই ভালো হক আপনি লাইক কম পাবেন। আজ আপনাদের একটি সাইটের কথা বলব যার মধ্যমে আপনি শুধু ফেসবুকের ফ্যান পেজ লাইক নয় আপনি আপনার টুইটার, গুগল প্লাস, ব্লগের ভিজিটর বাড়াতে পারবেন এক নিমিশেই। এই সাইটে কিভাবে কাজ করবেন?
আপনি পথমে এই সাইটে একাউন্ট ওপেন করবেন। তার পর অন্যর ফ্যান পেজে লাইক করবেন ফলে আপনার একাউন্টে কয়েন জমা হবে। আর এই কয়েন দিয়েই আপনি আপনার ফ্যান পেজ লাইক বা ব্লগের ভিজিটর বাড়াতে পারবেন। এ ছাড়া আপনি ইচ্ছা করলে এই কয়েন বিক্রি করে বিকাশের মাধ্যমে আপনি টাকা পেতে পারেন। এই সাইট এ টাকার অঙ্ককে coin হিসেবে প্রকাশ করা হয়। আপনি যত coin কালেকট করবেন আপনার Level তত বারবে। আপনি কাজও সে পরিমাণে বেশি পাবেন।Reference করেও Point বাড়ানো যায়।Cashout করার জন্য বাংলাদেশিদের জন্য বিশেষ একটা সুবিধা আছে Bikash।।টাকা তোলার জন্য Coins to Cash – Withdraw Coins এ গিয়ে Payment এর জন্য Request পাঠাতে হবে(Payent শুক্রবারে দেওয়া হয়। আর একদিন কাজ করলে আসা করি আপনি সব বুঝতে পারবেন। যা আমি বিস্তারিত ভাবে বুঝাতে পারলাম না। Resister Now!!

কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks