বুধবার, ৭ অক্টোবর, ২০১৫

Android ব্যবহারকারীরা নিয়ে নিন GTA vice City এর মতো একটি গেইম।(only 44 mb)আপনি হয়ত এটাই খুজছেন →→→

আজ আমি আপনাদের সাথে একটি অসাধারন এইচডি (HD) গেম শেয়ার করছি।এই গেইমটি হচ্ছে GTA Vice city (Grand Theft Auto Vice City) গেইমের হুবহু। এই গেইমের নকল গেইম এটা। Gta Vice তে যা রয়েছে এটিতেও তাই রয়েছে। অনেকের মোবাইলে Grand Theft Auto Vice city এই গেইম টা চলে না।না চল্লে কি হবে আমি ত আছি।যে গেইম টির কথা বলছি  তাতে আছে ৪৪ টা মিশন।আছে গাড়ি,সাইকেল,মোটরবোট,মোটরসাইকেল,হেলিকাপ্টার।সবচেয়ে ভাল কথা হল এর কোন ডাটা ফাইল নেই।গেইমটি Install দিলেই খেলতে পারবেন।

এই গেইমটিতে পানিতে ডোবে মারা যাবেন না,আপনি পানিতে সাতার কাটতে পারবেন।মোটরসাইকেল,সাইকেল,গাড়ি নিয়ে পানিতে চলতে পারবেন।এই গেইমে আছে মিসাইল,বোমা,বিভিন্ন ধরনের বন্ধুক। এক কথায় অসাধারন। আমি নিজে খেলেছি এবং খুব মজা পেয়েছি। আশা  করি আপনারাও গেমটি খেলে অনেক মজা পাভেন।

গেমটির সাইজ হচ্ছে ৪৪ এম্বি (44 mb) 
গেইমটটির নাম Freeroam 3D। 
Play Store Price : $ 4.00 Buy.
Current Version : 1.0
গেমটি কম এম্বির মধ্যে একটা অসাধারন গেইম। তাই নিচ থেকে ফ্রি ডাউনলোড করুন।



কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks