শনিবার, ২৬ সেপ্টেম্বর, ২০১৫

অনলাইনের মাধ্যমে আয় করা টাকা মোবাইলে নিয়ে আসুন

কেমন আছেন সবাই?আজকে আমি যে পদ্ধতির কথা বলব তা হল অনলাইনের মাধ্যমে মোবাইল রিচার্জ করা।কিছু কিছু ওয়েবসাইট এই ধরনের সেবা চালু করেছে।তাদের মধ্যে দুটি ওয়েবসাইট হল

www.remit2cell.com
                    এবং
www.flexi-load.com

আপনারা এই দুটি ওয়েবসাইটের মাধ্যমে পৃথিবীর যে কোন স্থান থেকে মোবাইলে ব্যালেন্স নিতে পারবেন।এর জন্য আপনাদের থাকতে হবে অনলাইন ব্যাংক একাউন্ট যেমন- paypal বা payza ।আপনারা আপনাদের অনলাইন একাউন্ট থেকে খুব সহজেই মোবাইলে দ্রুত ব্যালেন্স নিতে পারবেন।এই সাইটগুলোতে যারা সবচেয়ে বেশী উপকৃত হন তারা হলেন স্বল্প আয়ের পেপল একাউন্ট ইউজাররা কারন এই সাইটগুলো আন-ভেরিফাইড পেপল থেকেও টাকা তুলে দেয়।টাকা তোলার জন্য তাদের সাইটে যান,যেখানে এমাউন্ট দিতে বলবে সেখানে এমাউন্ট দিন,যেখানে ফোন নাম্বার দিতে বলবে সেখানে ফোন নাম্বার দিন,এরপর যখন পেমেন্ট প্রসেসিং পেজ রিডিরেক্ট হবে তখন সেখানে সঠিক তথ্য দিয়ে এপ্লাই করে ব্যালেন্স লোড করুন।এখন থেকে আপনি নিজেই নিজের মোবাইলে রিচার্জ করতে পারবেন।
১) flexiload.com
এখানে সর্বনিম্ন ৫০ টাকা থেকে ৫০০ টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে। শুধুমাত্র বাংলালিঙ্কে সর্বচ্চ ৩০০ টাকা পাঠানো যাবে।
নীচে ছবি দিয়ে দিলাম কত ডলারে টাকা পাঠানো যাবে তা দেখার জন্য।
আর বলে রাখি এ সাইটের রেট তুলনামূলক বেশি হওয়ায় আমি এ সাইট থেকে টাকা পাঠাই না। আপনারা নিচের সাইটের সাথে তুলনা করলেই তা বুঝতে পারবেন আশা করি।


2) remit2cell.com
তুলনামূলক কম খরচে টাকা পাঠানো যায় তাই এটা আমি পছন্দ করি। সর্বনিম্ন ১০০ (১.৯৮ ডলার) টাকা থেকে ২,০০০ (৩৩.৫০ ডলার) টাকা পর্যন্ত টাকা পাঠানো যাবে।      প্রথমে Remit2Cell এ যান ।
               ↓↓↓
তারপর টাকার পরিমাণ নির্বাচন করুন।
                ↓↓↓
তারপরের পেজে মোবাইল নাম্বার দিয়ে Add to Cart ক্লিক করুন ।
                 ↓↓↓
এরপর Proceed to checkout নামের হলুদ বাটনে ক্লিক করুন

এখন আপনি রি-ডিরেক্টেড হয়ে পেপাল এর পেজে চলে আসছেন। তো লগ-ইন করুন পেপাল এ ব্যবহার করা ই-মেইল আর পাসওয়ার্ড দিয়ে।

পরের পেজটিতে নীচের দিকে Pay Now বাটন টিতে ক্লিক করুন।

পরের পেজ-এ আপনাকে নিশ্চিত করা হবে ট্রাঞ্জাকশানের ব্যাপারে। কাজ শেষ এখন অপেক্ষা করতে হবে। আপনি রাতে পাঠালে সকালে টাকা মোবাইলে পেয়ে যাবেন। আর সকালে পাঠালা অল্প সময়ের মধ্যেই তা পাবেন। সবাইকে ধন্যবাদ লেখা কষ্ট করে পড়ার জন্য।

কোন মন্তব্য নেই :

Blogger Tips and TricksLatest Tips And TricksBlogger Tricks